AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষতা উন্নয়নই অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি: জিয়াউদ্দিন ইকবাল


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৫:০০ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

দক্ষতা উন্নয়নই অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি: জিয়াউদ্দিন ইকবাল

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র মহাব্যবস্থাপক ও ঝওঈওচ প্রকল্পের মুখ্য সমন্বয়কারী মোঃ জিয়াউদ্দিন ইকবাল বলেছেন, দক্ষতা উন্নয়ন বর্তমান সময়ের অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি। দেশের শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নওগাঁর রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে পিকেএসএফ বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ও বিউটিফিকেশন ট্রেডের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের জন্য অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঝওঈওচ প্রকল্পের মাধ্যমে পিকেএসএফ সারাদেশে প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। রুমিয়া ট্রেনিং ইন্সটিটিউট দক্ষতা উন্নয়নে যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়।”

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জিয়াউদ্দিন ইকবাল আরও বলেন, “আপনারা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বাস্তব দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন। কারণ সত্যিকারের দক্ষতাই আপনাদের কর্মজীবন ও আত্মকর্মসংস্থানের মূল ভিত্তি হবে।”

তিনি সবাইকে আহ্বান জানান শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করে সমাজে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কো-অর্ডিনেটর (ট্রেনিং, এসেসমেন্ট অ্যান্ড মনিটরিং) মোঃ আরিফ হোসেন; উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল; নওগাঁ চেম্বার অব কমার্সের সদস্য মোঃ মনোয়ার হোসেন লিটন এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের ফোকাল পারসন আনতারা ফাহমিদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন।

বক্তারা বলেন, শিল্পখাতের বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে তুলবে।

অনুষ্ঠানে নওগাঁর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!