AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীে কোরআন অবমাননার প্রতিবাদে ওলামা-মাশায়েখ পরিষদের মানববন্ধন



রাজবাড়ীে কোরআন অবমাননার প্রতিবাদে ওলামা-মাশায়েখ পরিষদের মানববন্ধন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ভ পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন জাতীয় ওলামা-মাশায়েখ—আইম্মা পরিষদ।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সেদর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা-মাশায়েখ—আইম্মা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ ইবনে জামাল এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন, রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল আলিম পাটুয়ারী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ওলামা-মাশায়েখ—আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, মাওলানা মুস্তাফিজুর রহমান হাফেজী, মাওলানা আমীর হোসেন, এবং ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন প্রমুখ।

বক্তারা বলেন, অপূর্ভ পাল কোরআন অবমাননার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, দেশের সংবিধানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!