নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বেড়াহাসন গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ওই গ্রামের গুলজার হোসেনের গোয়ালঘরে গরু রেখে তালা দিয়ে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি করে নিয়ে যায়।
চুরির ওই গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এদিকে গুলজার হোসেন ঢাকার একটি হোটেলে শ্রমিকের কাজ করেন। তার স্ত্রী বাড়িতে গরু প্রতিপালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতেন। চোরেরা তাদের এ স্বপ্নকে চুরমার করে দেয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন।
আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, "সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।"
একুশে সংবাদ/এ.জে