"পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় স্বপ্ন সারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির আয়োজনে সাদুল্লাপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। ব্র্যাক গাইবান্ধা রিজিওনাল অফিসের জেলা ব্যবস্থাপক আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, স্বপ্ন সারথীর সদস্য মীম আকতার, রিমু আকতার ও শিল্পী রানী রবিদাস।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি নেয়ামুল আহসান পামেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত গ্র্যাজুয়েশন অর্জনকারী শিক্ষার্থীদের সোনালী ও সুন্দর ভবিষ্যৎ গড়া নিয়ে বিশদ আলোচনা করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপ্ন সারথীর সকল সদস্যদের হাতে একটি করে প্রত্যয়নপত্র তুলে দেন।
একুশে সংবাদ/এ.জে