AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজার পথে এগিয়ে চলছে ফ্রিডম ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৭ এএম, ৮ অক্টোবর, ২০২৫

গাজার পথে এগিয়ে চলছে ফ্রিডম ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার নাগরিকদের জন্য খাদ্য ও জরুরি সহায়তা নিয়ে সমুদ্রপথে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন ত্রাণবাহী নৌবহর। বর্তমানে এটি ভূমধ্যসাগরে, গাজার উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে, তাদের বহরটি এখন গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (প্রায় ২৭৭ কিলোমিটার) দূরত্বে রয়েছে। সংস্থাটি আরও জানায়, বহরটি সেই একই এলাকায় পৌঁছেছে, যেখান থেকে সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনী “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” মিশনের নৌযানগুলো আটক করেছিল।

এফএফসির সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানায়, “আমাদের বহর গাজার দিকে এগিয়ে চলেছে—আমরা থামব না।”

নতুন বহরটিতে রয়েছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী নয়টি নৌযান, যেখানে ১০০ জনের বেশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন।

এর আগে চলতি বছরের আগস্টে এফএফসি ঘোষণা দিয়েছিল ৪৩টি নৌযান নিয়ে “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” নামের একটি বড় মানবিক মিশন চালুর। সেই বহরে ছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি—যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক আন্দোলনকারী ও মানবাধিকারকর্মীও ছিলেন।

মিশনটি গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে যাত্রা শুরু করলেও গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে। পরবর্তীতে নৌযান, ক্রু ও যাত্রীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে আটক রাখা হলেও, অধিকাংশ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গও।

আন্তর্জাতিক মহলে এই ঘটনায় ইসরায়েলের পদক্ষেপের তীব্র সমালোচনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজার ওপর আরোপিত ১৮ বছরের সামুদ্রিক অবরোধ আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।

উল্লেখ্য, ইসরায়েল ২০০৭ সাল থেকে গাজার উপকূল অবরোধ করে রেখেছে। ফলে গাজার সঙ্গে বাইরের বিশ্বের সমুদ্র যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ফ্রিডম ফ্লোটিলার নৌবহর যদি সফলভাবে গাজায় পৌঁছাতে পারে, তা হবে প্রায় দুই দশক পর ওই অঞ্চলে প্রথম কোনো আন্তর্জাতিক ত্রাণবাহী বহরের নোঙর ফেলা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!