গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজিম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী ও প্রকাশক শেখ নাজিম উদ্দিন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন — সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য মো. জাহিদুর রহমান মুন্সি এবং অভিভাবক সদস্য মো. আশরাফুল ইসলাম।
এডহক কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন বলেন, “অত্র মাদ্রাসাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন আমার চাচাতো ভাই অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেন। তাঁর প্রতিষ্ঠিত এই শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হতে পারা আমার জন্য আনন্দের বিষয়। মাদ্রাসাটি নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে।”
তিনি আরও বলেন, “যেহেতু আমি সুযোগ পেয়েছি, তাই মাদ্রাসার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
একুশে সংবাদ/এ.জে