AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা



চট্টগ্রামে মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিকশাচালকরা

চট্টগ্রামের পতেঙ্গায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দের ঘটনায় মব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়েছেন চালকরা। এ সময় তারা জব্দ করা অটোরিকশাটিও ছিনিয়ে নেয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল নজরুল ইসলাম চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা একজন ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।”

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন এক সার্জেন্ট ও কনস্টেবল নজরুল ইসলাম। তারা সড়কে চলাচলরত একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। পরে কনস্টেবল নজরুল জব্দ করা অটোরিকশাটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় অটোরিকশা চালকদের ৫০-৬০ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে ও গাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা নজরুলকে পিটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!