সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস স্টেশনেই আটকা পড়ে যায়। সকাল সাড়ে ৬টায় ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।
রেলওয়ের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, “চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়েছিল। উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে