AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে সীমানা জটিলতায় ২২ বছর ধরে নির্বাচন বন্ধ



বোয়ালখালীতে সীমানা জটিলতায় ২২ বছর ধরে নির্বাচন বন্ধ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদে (ইউপি) টানা ২২ বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নির্বাচনের আয়োজন সম্ভব হয়নি। ফলে স্থানীয় জনগণ উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবা থেকে বঞ্চিত রয়েছেন। এলাকাবাসীর দাবি—অবিলম্বে জটিলতা নিরসন করে পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ গঠন ও নির্বাচন আয়োজন করা হোক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ইউপি নির্বাচন হয় ২০০৩ সালে। ২০১২ সালে বোয়ালখালী পৌরসভা গঠনের সময় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি পৌরসভার আওতায় চলে যায়। বাকি থাকে মাত্র তিনটি ওয়ার্ড। এরপর থেকেই বন্ধ হয়ে যায় ইউনিয়নের নির্বাচন ও উন্নয়ন কার্যক্রম।

বর্তমানে এই তিনটি ওয়ার্ড নিয়েই চলছে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের কার্যক্রম। চরখিজিরপুর ইউনিয়ন প্রস্তাবিত এ এলাকার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন মাত্র কয়েকজন প্রতিনিধি। সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক মারা যাওয়ার পর দায়িত্ব পান আবু তাহের, তাঁর মৃত্যুর পর বর্তমানে দায়িত্বে আছেন হোসনেরা বেগম। সঙ্গে আছেন মাত্র একজন সাধারণ সদস্য মো. বশির আহমদ। বাকি দুই সদস্যের মৃত্যু হওয়ায় এখন কার্যক্রম চলছে একটি ‘অসম্পূর্ণ ইউনিয়ন পরিষদ’ হিসেবে।

বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসনেরা বেগম বলেন, “২০১৯ সাল থেকে আমি দায়িত্ব পালন করছি। আমাদের ইউনিয়নটি পূর্ণাঙ্গভাবে গঠিত হলে এলাকার উন্নয়ন হবে, মানুষ সরকারি সুযোগ-সুবিধা আরও সহজে পাবে।”

বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী বলেন, “সীমানা জটিলতার কারণেই এতদিন নির্বাচন সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, “পশ্চিম গোমদণ্ডীকে পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ ঘোষণা করার জন্য প্রচলিত বিধিবিধান অনুযায়ী যাচাই-বাছাই চলছে। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ হলে শিগগিরই পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ গঠনের যুক্তিসংগত প্রতিবেদন প্রেরণ করা হবে।”

দীর্ঘদিন ধরে প্রশাসনিক অচলাবস্থায় থাকা এ ইউনিয়নের জনগণ এখন একটি নির্ধারিত সীমানা ও নির্বাচিত জনপ্রতিনিধির অপেক্ষায় দিন গুনছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!