AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন শেরপুরের কৃতী সন্তান সুবিপ্রবি উপাচার্য ড. নিজাম উদ্দিন


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৭:৪৩ পিএম, ৫ অক্টোবর, ২০২৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন শেরপুরের কৃতী সন্তান সুবিপ্রবি উপাচার্য ড. নিজাম উদ্দিন

শেরপুরের কৃতী সন্তান এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনো

নীত হয়েছেন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সুবিপ্রবির উপাচার্যকে বিষয়টি অবহিত করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

ড. নিজাম উদ্দিন শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের মরহুম শামসুল হক ও নাজনীনা হকের ছেলে। তিনি দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও এমএসসি, বুয়েট থেকে এমফিল, এবং জাপান থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো/ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. নিজাম উদ্দিন ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সুবিপ্রবির ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC-র সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উপাচার্য ড. নিজাম উদ্দিন ইউজিসির খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মানজনক পদ আমার একার নয়, এটি সুবিপ্রবি পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর অর্জন। আমি দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “এই পদায়ন বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এবং আন্তর্জাতিক এক্রিডেশন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সুবিপ্রবি পরিবারও উপাচার্য ড. নিজাম উদ্দিনের এ অর্জনকে আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!