দুইদিনে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে মোট ৫৬ টন কাঁচা মরিচ। শনিবার (৪ অক্টোবর) ও রোববার এসব মরিচ বন্দরে পৌঁছেছে। আকস্মিকভাবে কাঁচামরিচের দাম স্থানীয় বাজারে ১০০ টাকার উপরে বেড়ে যাওয়ায় আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনামসজিদ পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, “শনিবার ৩০ টন এবং রোববার আরও ২৬ টন মরিচ আমদানি হয়েছে। খুব শিগগিরই এসব মরিচ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। আশা করছি, এতে বাজারে দাম কমে আসবে।”
স্থানীয় বাজারে ইতোমধ্যেই কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সদরঘাট পাইকারী বাজারে কাঁচামরিচ কেজি প্রতি ২২০ টাকায় বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে ২৪০ থেকে ২৬০ টাকায় পাওয়া যাচ্ছে। শনিবারের তুলনায় পাইকারি ও খুচরার দাম কিছুটা কমেছে।
বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে ক্ষেতে মরিচ নষ্ট হওয়া এবং পূজার ছুটির কারণে আমদানি কিছুদিন বন্ধ থাকায় বাজারে সংকট তৈরি হয়েছিল। এক সপ্তাহ আগে যে মরিচ পাইকারি বিক্রি হয়েছে ১১০-১২০ টাকায়, এখন তা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা আশা করছেন ভারতীয় মরিচ আমদানি দ্রুত দাম স্থিতিশীল করবে এবং বাজার স্বাভাবিক অবস্থায় ফিরবে।
একুশে সংবাদ/এ.জে