মোরেলগঞ্জে কালাম খান (৪৮) নামে এক ব্যবসায়ীকে চায়ের দোকান থেকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
দুর্বৃত্তদের হামলায় কালাম খানের বড় ভাই লুৎফর রহমান (৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের আলী খান ওরফে কালু খানের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে মিঠু খান বাদি হয়ে রবিবার (৫ অক্টোবর) দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১২ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি চিংড়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল খান। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা মো. মাকসুদ আলী খান ও তার ছোট ভাই আল আমীন খানও মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
মিঠু খান বলেন, “ঘটনার রাতে পিতা ও চাচা বাড়ীর অদূরে ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসী দুই ভাইকে ধরে নিয়ে পিটিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে আহতদের মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। তার দুই স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে পিতা হত্যার শিকার হয়েছেন।”
থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, “কালাম খান হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতকদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে