লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, লালমনিরহাট সদর পুলিশের একটি দল গতরাত ১টার দিকে ফুলগাছ এলাকার সোনার দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারবাইত গ্রামের কালাই সিকদারের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৪১), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়ালকান্দি গ্রামের ইসাহাক মিয়ার ছেলে মোঃ অশিদ মিয়া (২৭), লালমনিরহাট সদর থানার দুরাকুটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২০) ।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে আরও চার-পাঁচজন অজ্ঞাত ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি লোহার হাতলযুক্ত লাল রঙের বোল্ট কাটার মেশিন, একটি লোহার পাইপ, একটি কাঠের হাতলযুক্ত ছোরা, একটি হাসুয়া, চারটি নাইলনের রশি, একটি কস্টেপ, একটি Itel বাটন ফোন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি পুরাতন নীল রঙের পিকআপ ভ্যান।
এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাদল কুমার মন্ডল জানান, “গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/এ.জে