AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৭:৩৯ পিএম, ৫ অক্টোবর, ২০২৫

কমলগঞ্জে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত

“শিক্ষক সম্মান, শিক্ষার মানোন্নয়নে অঙ্গিকার” প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মিহির ধর চৌধুরী, আব্দুল মোমিন, মো. খুরশেদ আলী, সফাত আলী মাদ্রাসার প্রভাষক মো. সেলিম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম. এ. ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষকদের হাত ধরেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে সকল শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।”

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!