সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে এক বর্ণাঢ্য শিক্ষক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের পাইলট হাইস্কুল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, উপদেষ্টা মাওঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ মোঃ মোজাফফর হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষকরা একসাথে কাজ করার প্রস্তাব দেন।
সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। শেষপর্যায়ে ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে