গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামে বজ্রপাতে আব্দুল আজিজ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আজিজ (৪০) ওই গ্রামের মকবুল হোসেনের পুত্র।
স্থানীয়রা জানান, দুপুরে মাঠে কৃষি কাজ করার সময় তার উপর বজ্রপাত ঘটে। তাকে উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নৌকা ঘাটেই তিনি মৃত্যুবরণ করেন।
বজ্রপাতে নিহত আব্দুল আজিজের তিনটি সন্তান রয়েছে—দুটি ছেলে ও একটি মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/এ.জে