দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৬৫ জন, আর মারা গেছেন ১৪ জন।
এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে। ওই মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৭৬ জনের মৃত্যু ঘটে, যা চলতি বছরের সর্বোচ্চ মাসিক সংখ্যা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

