গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে শ্রী শ্রী লক্ষী প্রতিমার জমজমাট হাট বসেছে।
আগামী সোমবার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম পূজা, লক্ষী পূজাকে কেন্দ্র করে উপজেলার কালিগঞ্জ, রামনগর, রাধাগঞ্জ, ভাঙ্গার হাট, পিড়ারবাড়ী ও ঘাঘর বাজারে বসেছে লক্ষী প্রতিমার হাট। রবিবার (৫ অক্টোবর) সকাল থেকেই কালিগঞ্জ বাজারে হাটের শুরু হয়েছে।
ক্রেতারা দূরদূরান্ত থেকে ছুটে এসে প্রতিমা ক্রয় করছেন। গত বছরের তুলনায় এবছর প্রতিমার সংখ্যা বেশি হলেও দামও কিছুটা বেড়েছে। তাই ক্রেতারা কম দামে ক্রয় করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কোটালীপাড়া উপজেলার শিকির বাজার থেকে প্রতিমা বিক্রির জন্য আসা মৃৎশিল্পী গোপাল পাল জানান, “গত বছরের তুলনায় এবছর বিক্রি কিছুটা কম। ছোট প্রতিমা একশ টাকা, মাঝারি সাইজের দেড়শ টাকা এবং বড় সাইজের প্রতিমা দুই শতক টাকায় বিক্রি হচ্ছে।”
তেঁতুলবাড়ি গ্রামের অভিমুন্য বলেন, “আমি বিগত পাঁচ বছর যাবৎ ধনসম্পদের দেবী শ্রী শ্রী লক্ষী প্রতিমার পূজা করি। এ বছরও মায়ের প্রতিমা ক্রয় করতে এসেছি। প্রতিমার হাটে বেশি প্রতিমা থাকলেও দাম একটু বেশি, তারপরও মায়ের পূজা করতে পারায় আনন্দ অনুভব করছি।”
একুশে সংবাদ/এ.জে