বরগুনা জেলার তালতলী উপজেলায় ডাকাতি মামলার পলাতক আসামী নূর মোহাম্মদ হাওলাদার (৩৪)কে র্যাব-৮ গ্রেফতার করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাব-৮, সিপিসি-১-এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালতলী বন্দর এলাকায় জনৈক কালাচান এর মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নূর মোহাম্মদ হাওলাদার তালতলী উপজেলার ঠংপাড়া এলাকার বাসিন্দা ও দেনছের আলী হাওলাদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মোসাঃ মনিকা বেগম পেশায় গৃহিনী। তার স্বামী মালয়েশিয়ায় প্রবাসী হওয়ায় বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়ি নিয়ে বরগুনা জেলার তালতলী থানার ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় বসবাস করতেন।
চলতি বছরের ২৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টার সময় মনিকা তার শ্বশুর-শ্বাশুরিকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমোতে যান। দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় ঘরে ডাকচিৎকার ও দরজা-জানালা খোলার শব্দে ঘুম ভেঙে যায়। তখন আসামী নূর মোহাম্মদ হাওলাদারসহ অজ্ঞাতনামা অন্যান্য ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পাটাতনের বিছানার নিচে রাখা নগদ ২ লাখ ৯৪ হাজার টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোনসহ মোট ১১ লাখ ৪২ হাজার ৬৩৭ টাকার মালামাল লুট করে চলে যায়।
ঘটনার পর মোসাঃ মনিকা বেগম তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখিত ঘটনায় জড়িত আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে