AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
যুগ যুগ ধরে অটুট সাম্প্রদায়িক সম্প্রীতি

মৌলভীবাজারে পাশাপাশি মসজিদ-মন্দির: সাম্প্রদায়িক সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত



মৌলভীবাজারে পাশাপাশি মসজিদ-মন্দির: সাম্প্রদায়িক সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত

মৌলভীবাজারে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাতদিনের এ উৎসব শেষ হয়।

জানা গেছে, এ বছর জেলা জুড়ে সাতটি উপজেলায় মোট ১০১০টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় ১০৯, শ্রীমঙ্গলে ১৭০, কমলগঞ্জে ১৫৩, রাজনগরে ১৩৭, বড়লেখায় ১৪৫, জুড়ীতে ৭৫ এবং কুলাউড়ায় ২২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে ছিল পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী।

বিশেষ করে জেলার শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় একই উঠানে অবস্থিত পৃথক দুটি ধর্মীয় উপাসনালয়—মাজদিহি জামে মসজিদ ও শ্রী শ্রী মহাদেব ভৈরব মন্দির, এবং ভূঁয়াই বাজার জামে মসজিদ ও ভূঁয়াই বাজার সর্বজনীন দুর্গা মন্দির—সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে ৭৮ বছর ধরে মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থান করে নিরবিচ্ছিন্নভাবে ধর্ম পালিত হচ্ছে। মন্দিরে পূজা ও কীর্তন, মসজিদে নামাজ—কোনো বিশৃঙ্খলা ছাড়াই চলমান। মন্দির ও মসজিদের কমিটির সদস্যরা জানান, এখানে ধর্মীয় সম্প্রীতি অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

জুড়ী উপজেলার ভূঁয়াই বাজারে একইভাবে ৪৫ বছর ধরে মুসলমান ও হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করছে। দুই কমিটি পূজা ও নামাজের সময়সূচি সমন্বয় করে কোনো বিরোধ এড়িয়ে চলেছেন।

জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন ও জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, মৌলভীবাজার জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এবারের পূজা ও প্রতিমা বিসর্জনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!