ঐতিহ্য ও ইতিহাসের ধারক- বাহক ঈশাখাঁর রাজধানী সোনারগাঁ প্রাচীন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এখানে রয়েছে পানাম নগর, বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, সোনাবিবির খাসনগর দীঘি, গিয়াসউদ্দিন ও আজম শাহর সমাধি, শতবর্ষী মসজিদ ও জমিদারবাড়িসহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। এ কারণে ভ্রমণপিপাসুদের কাছে সোনারগাঁ একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি সভাকক্ষে “সোনারগাঁয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণ” শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ট্যুরিস্ট পুলিশ, সামাজিক সংগঠন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ উন্নয়ন সোসাইটি। সভাপতিত্ব করেন পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, ফাউন্ডেশনের উপপরিচালক একেএম আজাদ সরকার, সোনারগাঁও ট্যুরিস্ট পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন—বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক মাসুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা সোনারগাঁয়ের পর্যটন শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক অবকাঠামো, নিরাপদ পরিবেশ ও খোলা-খুলা যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে একটি র্যালি বের হয়ে লাইব্রেরি ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান শেষে সোনারগাঁ হাইওয়ে সড়কের সৌন্দর্য বৃদ্ধির অংশ হিসেবে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে