মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ও ফরিদপুর সদর উপজেলার সীমান্তে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জরিমানাকৃত ব্যক্তি সুরুজ, তিনি হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকার বাসিন্দা এবং ‘আব্দুল্লাহ লোড ড্রেজিং প্রকল্প’ ড্রেজারের মালিক।
ইউএনও ইসরাত জাহান জানান, ফরিদপুর সদর উপজেলার সীমান্তবর্তী কবিরপুর এলাকায় ড্রেজার মালিক সুরুজকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তবে, মুঠোফোনে যোগাযোগ করা হলে সুরুজ দাবি করেন, “ড্রেজারের তলা ফেটে যাওয়ায় সেটি মেরামতের জন্য হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট থেকে সিএন্ডবির উদ্দেশে নেওয়ার পথে ইউএনও আমাকে জরিমানা করেন।”
একুশে সংবাদ/এ.জে