AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার ভিডিপির রেঞ্জ কমান্ডার


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৬:৩২ পিএম, ১ অক্টোবর, ২০২৫

বরিশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার ভিডিপির রেঞ্জ কমান্ডার

বরিশাল জেলায় ৬২৫টি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ হাজার ৮৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস) বরিশাল মহানগরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজারীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

শ্রীশ্রী শংকরমঠ সার্বজনীন দুর্গা মন্দির ও রামকৃষ্ণ সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পূজা কমিটি ফুলেল শুভেচ্ছায় রেঞ্জ কমান্ডারকে স্বাগত জানায় এবং আনসার বাহিনীর পক্ষ থেকে পূজা কমিটির মাঝে উপহার প্রদান করা হয়।

রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। বরিশাল বিভাগে মোট ১ হাজার ৬৫৫টি মণ্ডপে নিরাপত্তার জন্য ১০ হাজার ৭৮২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন এবং সাধারণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৯ দিন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।”

তিনি আরও জানান, রেঞ্জের আওতায় ছয়টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে, যারা নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। আনসার ভিডিপির চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় ২ লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূজা উপলক্ষে শারদীয় সুরক্ষা অ্যাপস চালুর ফলে নিরাপত্তা ব্যবস্থার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে।

পরিদর্শনকালে বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি (বিএএম), বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, উপজেলা প্রশিক্ষক মোঃ আমিরুল ইসলামসহ আনসার বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!