AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই দুমকীতে কিশোর নির্যাতনকারী আটক


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৪:৫৫ পিএম, ১ অক্টোবর, ২০২৫

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই দুমকীতে কিশোর নির্যাতনকারী আটক

পটুয়াখালীর দুমকীতে সংবাদ প্রকাশের পর কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনকারী জলিল সিকদার (৫৫) কে আটক করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এর আগে নির্যাতনের বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। পরে ভুক্তভোগী কিশোরের বাবা বশির মল্লিক জলিল সিকদারসহ চারজন ও অজ্ঞাত দুই-তিনজনের নামে থানায় মামলা করেন।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় চরবয়েড়া গ্রামে চুরির অভিযোগে এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে অমানবিকভাবে নির্যাতন করে জলিল সিকদার ও তাঁর দুই স্ত্রীসহ কয়েকজন সহযোগী। এর পর কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নির্যাতনের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর বাবা বশির মল্লিক বলেন, “থানায় মামলা করেছি। প্রধান আসামিকে আটক করা হয়েছে। আমরা ন্যায়বিচার আশা করছি।”

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “ভুক্তভোগী কিশোরের বাবা থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে আটক করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!