বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর মারকাযুল করীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেন, এবং সঞ্চালনা করেন মুহতামিম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আনিচুর রহমান শরীফ, মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আবুল বাশার ও সহকারি পরিচালক মাওলানা হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোঃ আলী সুজা বলেন, ছাত্র-ছাত্রীদের কুরআন মুখস্থ ও দ্বীনী শিক্ষা গ্রহণের পাশাপাশি কর্মমুখী শিক্ষার মাধ্যমে আত্মনির্ভর হওয়া উচিত।
একুশে সংবাদ/এ.জে