শাহনিমাত্রা এসএফ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ছইফ উদ্দিন আহমদকে সভাপতি ও দৈনিক মানবজমিনের জুড়ী প্রতিনিধি ইমরানুল ইসলামকে সাধারন সম্পাদক করে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জুড়ী উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ স্বাক্ষরিত ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, এক্সপার্ট হসপিটালের চেয়ারম্যান ডা. খালিদ সাইফুল্লাহ, রাজমহল সুইটসের প্রোপ্রাইটর মো. মিজানুর রহমান বাবলু ও দৈনিক জনকন্ঠের জুড়ী প্রতিনিধি প্রভাষক মো. জহিরুল ইসলাম সরকার কে সহ-সভাপতি করা হয়েছে।
এছাড়াও শাহনিমাত্রা এসএফ ডিগ্রি কলেজের প্রভাষক আহসান কবীর শিবলীকে সাংগঠনিক সম্পাদক, সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল আহমদকে কোষাধ্যক্ষ, মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইনকে আইন বিষয়ক সম্পাদক, সমাজকর্মী ও জুলাই যোদ্ধা মোহাম্মদ আফজাল হোসাইনকে প্রচার সম্পাদক করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- এস এস ট্রেডিং-২ এর প্রোপ্রাইটর মোহাম্মদ আব্দুল বাছিত, বাংলা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আব্দুল বাতিন আজাদ, ট্রাস্ট ট্রাভেলসের প্রোপ্রাইটর আনোয়ার হোসেন মঞ্জু, শাহজালাল ফার্মেসীর প্রোপ্রাইটর আবু তাহের মাসুম, হাজী বকুল ট্রেডার্সের প্রোপ্রাইটর হাফিজ শামসুল ইসলাম, সফরপুর দাখিল মাদরাসার সুপার সাজিদ মাহমুদ, ডেইলি দ্যা কান্ট্রি টুডের জুড়ী প্রতিনিধি মাইকেল নংরূম, এশিয়ান ট্রাভেলসের প্রোপ্রাইটর আব্দুর রব শিমুল, ইসলামী ব্যাংকের আউটলেট ম্যানেজার রায়হান হোসাইন, লাভলী স্টোরের পরিচালক জাহিদুল ইসলাম শপু, দৈনিক আলোকিত বাংলাদেশের জুড়ী প্রতিনিধি আবিদ হোসাইন, পিসি হোমের প্রোপ্রাইটর মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মরিয়ম খাঁন।
একুশে সংবাদ/এ.জে