পটুয়াখালীর দুমকীতে গাঁজা সেবনের দায়ে মোঃ মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পাংগাশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাঁকে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর উপপরিদর্শক এস.এম. শাহীন পারভেজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সমাজ থেকে মাদক ও মাদকাসক্তি নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে