পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে জিহাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিহাদ পুঠিয়া পৌরসভার কানাইপাড়া মহল্লার রনির ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিহাদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে জিহাদ একটি হাসকে তাড়া করে বাড়ির বাইরে যায়। এ সময় বাড়ির সবাই পারিবারিক কাজে ব্যস্ত ছিল। সবার অজান্তে জিহাদ বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে জিহাদকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। কিন্তু তখনও সে মারা গেছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে