শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর অতিথিবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ এবং প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, সদ্য নির্বাচিত মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মিহির কান্তি বিশ্বাস, জুপিটার হেল্থ কেয়ার লিমিটেড ও এলিয়েন ফার্মার চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু সুকুমার বিশ্বাস। এছাড়া শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমসহ উপজেলা বিএনপি, অঙ্গ-সংগঠন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে এবং শেষ হয় চন্ডিবর সুকুমার বাবুর বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের মাধ্যমে।
একুশে সংবাদ/এ.জে