পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হওয়ার প্রায় সাত ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশন অতিক্রমের সময় দুর্ঘটনার শিকার হয়। আতঙ্কে অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নামেন, এতে অন্তত ৫০ জন আহত হন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বনলতা, একতা ও ধুমকেতু এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আশপাশের স্টেশনে আটকে পড়ে। উদ্ধারকারী ক্রেন এসে সকাল সাড়ে দশটার দিকে লাইন ক্লিয়ার করলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, সিগন্যাল ক্লিয়ারেন্সে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/এ.জে