নারায়ণগঞ্জের আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সাবেক সদস্য সোহেল মিয়া ওরফে ‘মাদক সোহেল’ গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ব্রাহ্মন্দী পুরাতন জমিদার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দীন। স্থানীয়রা জানান, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দীন বলেন, নিহত সোহেলের বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার শীর্ষ মাদক কারবারি ছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে