ভৈরবে মালভর্তি একটি পিকআপভ্যান ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পিকআপভ্যানটিও উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৭টার দিকে উপজেলার আগানগর গ্রাম এলাকায়।
পুলিশ জানায়, ছিনতাইকারীরা গাড়ির চালককে মারধর করে মালামালসহ গাড়িটি জোরপূর্বক চালিয়ে ভৈরব শহর অতিক্রম করে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব থানার বারিচা এলাকায় পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে গাড়িসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—মামুন (৩০), সোহান (২৪) ও আকাশ (২৫)। তাদের বাড়ি ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায়।
পিকআপভ্যান মালিক আশুগঞ্জের মো. তৌহিদ জানান, তার চালক রবিবার বিকেলে আশুগঞ্জের একটি রাইসমিল থেকে খালি বস্তা বোঝাই করে ভৈরবের একটি চিড়ার মিলে যাচ্ছিলেন। গাড়িটি ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী চালককে ভুল পথে নিয়ে আগানগর গ্রামে যায়। সেখানে চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরাই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে চালক থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাত ৮টার দিকে বারিচা এলাকা থেকে গাড়িসহ ছিনতাইকারীদের আটক করে।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুতালেব জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী এবং তারা পুলিশের কাছে গাড়ি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এ বিষয়ে গাড়ির মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
একুশে সংবাদ/এ.জে