AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূটিয়ারকোনা কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৩:১৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ভূটিয়ারকোনা কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় পৌর শহরের কালিখলায় গৌরীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুকুন উদ্দিন, সভাপতি, সম্মিলিত শিক্ষক সমাজ গৌরীপুর। সঞ্চালনা করেন মানিক, সহকারী শিক্ষক, নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়।

এসময় বক্তব্য রাখেন— মো. শাহজাহান, প্রধান শিক্ষক, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়; আজিজুল হক, প্রধান শিক্ষক, নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়; আসাদুল্লাহ খান, প্রধান শিক্ষক, পাচার উচ্চ বিদ্যালয়; মিজানুর রহমান, প্রধান শিক্ষক, শ্যামগঞ্জ বালিকা বিদ্যালয়; সৈয়দ শহীদুল্লাহ, সুপার, লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা; হুমায়ুন কবির খান, প্রধান শিক্ষক, বড়বাগ উচ্চ বিদ্যালয়; মাহবুবুল আলম মানিক, সহকারী অধ্যাপক, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা; একে এম মোস্তফা কামাল, সুপার, শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসা; নরোত্তম রায়, প্রধান শিক্ষক, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়; আবুল হাসিম, প্রধান শিক্ষক, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়; উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক, শাহগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ; আব্দুর রাজ্জাক, সুপার, বেগ মোতালেব দাখিল মাদ্রাসা এবং আজিজুল হক, খলতবাড়ি হাই স্কুল।

বক্তারা অভিযোগ করেন, কহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান (সহকারী) শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের ওপর হামলা চালিয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, অধ্যক্ষ গোলাম মোহাম্মদ ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র তাকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে বাধা দিয়ে আসছে।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্কুল চলাকালীন সময়ে কহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান (সহকারী) শিক্ষক মো. আনোয়ার হোসেন ও তার সহযোগীরা অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় শিক্ষক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!