নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন চত্বর একসময় গর্ব ও গৌরবের প্রতীক হলেও আজ তা পরিচিত শুধু “চৌরাস্তা” নামে। হারিয়ে যাচ্ছে চত্বরের মূল পরিচয়, গুরুত্ব ও ঐতিহ্য।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্ব অর্জনকারী রুহুল আমিনের নামে স্থাপিত এই চত্বরের মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচিত করা এবং শেখানো কীভাবে একজন নোয়াখালীর সন্তান জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
কিন্তু বর্তমানে চত্বরটি ভেঙেচুরে অব্যবস্থাপনার শিকার। অগোছালো ট্রাফিক, হকারে পরিপূর্ণ ফুটপাত, দেয়ালে শহীদ রুহুল আমিনের কোনো চিত্র বা তথ্যের অভাব, এবং পরিচ্ছন্নতার ঘাটতি চত্বরটির মর্যাদা কমিয়ে দিয়েছে।
একজন স্থানীয় শিক্ষক বলেন, “শুধু নাম দিয়েই যদি দায়িত্ব শেষ হয়, তবে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রকৃত সম্মান দিচ্ছি না। শিশু-কিশোরদের জানতেই হবে কে ছিলেন রুহুল আমিন।”
স্থানীয় তরুণদের দাবি:
চত্বরটির সৌন্দর্যবর্ধন
একটি ছোট ম্যুরাল বা স্মৃতিস্তম্ভ নির্মাণ
রুহুল আমিনের জীবনী সংক্রান্ত ডিজিটাল বোর্ড বা প্ল্যাকার্ড স্থাপন
তারা মনে করেন, শহীদদের সম্মান শুধু নামে নয়, যত্ন ও দায়িত্বে প্রকাশ পায়। চত্বরটি সংস্কার করে মর্যাদায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি, যাতে নতুন প্রজন্ম জানতে, শ্রদ্ধা জানাতে এবং অনুপ্রাণিত হতে পারে।
একুশে সংবাদ/এ.জে