AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০৬:৪০ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁয় ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল ৫টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ. স. ম. সায়েমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছে। বক্তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়া হোক। তারা জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান।

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন; নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ওবায়দুল ইসলাম; নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি; সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!