AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদ্যালয়ের জরাজীর্ণ মাঠ সংস্কারে জোরালো দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০২:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিদ্যালয়ের জরাজীর্ণ মাঠ সংস্কারে জোরালো দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর

জয়পুরহাট জেলার কালাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হারুন্জা নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয়ের মাঠ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খেলাধুলার জন্য অচল হয়ে পড়েছে। মাঠটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে, ফলে কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না, হেঁটে চলাও কষ্টকর হয়ে উঠেছে। শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, এলাকার যুবকরাও খেলাধুলা থেকে বঞ্চিত। এই মাঠটি ইউনিয়নের হারুঞ্জা বাইশটি গ্রামের একমাত্র খেলার জায়গা, তাই পুরো গ্রাম এটিতে নির্ভরশীল।

এমন অবস্থায় স্থানীয় শিক্ষার্থীরা গত ৩১ আগস্ট কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর মাঠ সংস্কারের জন্য সরকারি বরাদ্দ চেয়ে লিখিত আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ে বর্তমানে ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত। একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। মাঠটি ব্যবহারে অনুপযোগী হওয়ায় যুবসমাজ খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ফলে কেউ কেউ মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে। শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও শরীরচর্চার জন্য মাঠটি দ্রুত সংস্কার করা জরুরি।

বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বলেন, “প্রতিদিন ক্লাস শেষে আমরা খেলতে চাই, কিন্তু মাঠের বেহাল অবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না।” অষ্টম শ্রেণির ছাত্রী সাবিহা আক্তার যোগ করেন, “ক্রীড়া প্রতিযোগিতাও ঠিকমতো হয় না। পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলার সুযোগ থাকতো, মনটা ভালো থাকতো।”

স্থানীয় যুবক সাকিব আল হাসান জানান, মাঠটি উপযুক্ত থাকলে তারা নিয়মিত খেলাধুলা করতেন। কিন্তু বর্তমানে মাঠটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় অনেকেই অলস সময় পার করছে, কেউ কেউ নেশার সঙ্গেও জড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে গ্রামবাসী নিজ উদ্যোগে কিছু সংস্কার কাজ শুরু করেছে, তবে তা যথেষ্ট নয়। তারা চাইছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে মাঠটি সংস্কার করা হোক।

এলাকার প্রবীণ শহিদুল ইসলাম ও তোফাজ্জল হোসেন বলেন, “আমরা ছোটবেলায় এই মাঠে খেলাধুলা করেছি। এটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এখন সেটি অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।” তারা প্রশাসনের কাছে দ্রুত মাঠ সংস্কারের আবেদন জানান।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, “বিদ্যালয়টি অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত। মাঠের পাশাপাশি যাতায়াত সড়কটি কাঁচা, বর্ষাকালে কাদা-মাটি মাড়িয়ে চলাচল করতে হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদে উপস্থাপন করা হবে এবং বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, “মাঠ সংস্কার করা হলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটবে। এ মাঠে স্থানীয়রাও বিভিন্ন গ্রামীণ খেলায় অংশ নেয়। তাই এটি শুধু বিদ্যালয়ের মাঠ নয়, পুরো এলাকার জন্য গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “মাঠ সংস্কারের জন্য একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!