যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ একযুগ পর আয়োজিত এ নির্বাচনে ভোটাররা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮ হাজার ১৯৯ জন। কার্যনির্বাহী কমিটির ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬২ জন প্রার্থী। এর মধ্যে ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন প্রার্থী।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২ জন প্রার্থী , সাধারণ সম্পাদক পদে ৩ জন , কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে করছেন ৭ জন , যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৮ জন, আইন বিষয়ক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, লাইন সম্পাদক পদে ৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।
একুশে সংবাদ/এ.জে