যশোরের অভয়নগরে চোর সন্দেহে নসিব তালুকদার (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সিদ্ধিরপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের বাসিন্দা হামিদ তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অভয়নগরের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
এলাকাবাসীর দাবি, নসিব তালুকদার পেশাদার চোর ছিলেন এবং তার বিরুদ্ধে স্থানীয় মৎস্যঘের থেকে মাছ চুরির একাধিক অভিযোগ ছিল। ঘটনার দিন ভোরে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। এসময় স্থানীয়রা ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। পরে সকালে বিদ্যালয়ের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের ছেলে বাপ্পি তালুকদার বলেন, “আমার বাবা মাছের ব্যবসা করতেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
সিদ্ধিরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম জানান, নসিব তালুকদারের বিরুদ্ধে মাছসহ বিভিন্ন চুরির অভিযোগ ছিল। মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করেই হয়তো তাকে হত্যা করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখ ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে