বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র কণ্ঠস্বর শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ, ২৫ সেপ্টেম্বর। ১৯৫৫ সালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কিশোর বয়সে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নজীর ছিলেন প্রতিবাদী ও সময় সচেতন কবি।
নজীর বাংলা পাক্ষিকের সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি। তাঁর প্রথম কবিতা “হাওয়া থেকে পাওয়া” এবং প্রথম কাব্যগ্রন্থ “স্বৈরিণী স্বদেশ” প্রকাশিত হয়েছিল। দেশের বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত কবিতা লিখেছেন।
২০১৫ সালের ২৩ নভেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন নাজমুল হক নজীর। জীবদ্দশায় ও পরে তিনি রাহিলা সাহিত্য পুরস্কার, কবি শামসুর রহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেছেন।
আজ সাহিত্যপ্রেমী বাংলাদেশ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
একুশে সংবাদ/এ.জে