ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান নজরুল ইসলামসহ পরিবারের ৬ সদস্যকে জেল ও জরিমানা করেছেন আদালত। বুধবার ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আবজাল হোসেন এ রায় দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে আপিলের স্বার্থে জামিনে মুক্তি পান তারা।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ মার্চ সামাজিক বিরোধকে কেন্দ্র করে বরখাস্ত চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে তার পরিবারের সদস্যরা তাসলিমা খাতুন নামের এক গৃহবধূকে এলোপাতাড়ি মারধর করেন। তারা প্রভাবশালী হওয়ায় সে সময় থানায় মামলা করা সম্ভব হয়নি। পরে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন (কোট সি.আর. নং-৯২/২৪)। তাসলিমা খাতুন কোটচাঁদপুরের হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের বাবলুর রহমানের স্ত্রী।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে নজরুল ইসলামসহ পরিবারের ৬ জনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অথবা ১ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. আশরাফুল আলম মালিতা বলেন, “আসামিরা একই পরিবারের সদস্য হওয়ায় আদালত বিশেষ বিবেচনায় তুলনামূলক কম সাজা দিয়েছেন। তবে এই রায়ে প্রমাণিত হয়েছে—যতই প্রভাবশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
নজরুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের মৃত লাল চাঁদ মিয়ার ছেলে এবং ৪ নম্বর বলুহর ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে