কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চরকরণশী গ্রামে জন্মের মাত্র দুই দিন পর থেকেই নিয়মিত দুধ দিচ্ছে এক বাছুর। জন্মের পর থেকে টানা ২০ দিন ধরে প্রতিদিন প্রায় আধা লিটার দুধ দিচ্ছে এই অদ্ভুত বাছুরটি।
স্থানীয় খামারি হারুন-অর-রশিদ জানান, তার ফ্রিজিয়ান জাতের গাভী প্রায় ২০ দিন আগে বাচ্চা দিয়েছে। জন্মের পর প্রথমেই তিনি লক্ষ্য করেন বাছুরটির স্তন ফুলে উঠছে এবং দুধ বের হচ্ছে। পরে প্রাণিসম্পদ কর্মকর্তারা এসে বিষয়টি যাচাই করেন এবং সত্যতা নিশ্চিত করেন। বাছুরটির দুধ স্বাদে ও গুণে সাধারণ গাভীর দুধের মতো।
ঘটনাটি শোনার পর আশপাশের গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ কৌতূহল মেটাতে খামারের দিকে ভিড় করছেন। স্থানীয়রা একে ‘অলৌকিক’ বা আল্লাহর কুদরতি নিদর্শন হিসেবে দেখছেন।
করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আওয়াল তালুকদার বলেন, “দীর্ঘ কর্মজীবনে এ ধরনের ঘটনা আমি প্রথম দেখছি। বাছুরটির দুধ দেওয়ার অস্বাভাবিকতা হয়তো হরমোনের কারণে বা জেনেটিক বৈশিষ্ট্যের ফল।” তিনি আরও বলেন, সঠিক কারণ নির্ধারণে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এভাবেই জন্মের অল্প বয়সেই নিয়মিত দুধ দিচ্ছে এই বাছুরটি পুরো এলাকায় বিরল বিস্ময় ও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে