AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন



চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে দীর্ঘ দুই বছর পর আবারও শুরু হলো ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে জয়লাভ করে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “নানা কারণে একসময় খেলাধুলা যেভাবে এগোবার কথা ছিল, সেটা হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই গ্রহণযোগ্য। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ না দিতে পারা, সেটাকে সামনে রেখে আমরা সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। আসলে এটি নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটি মাধ্যম। ক্লাবগুলোই ফুটবলারদের লালন-পালন করে। এরকম টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের মেধা বিকশিত হয়। আমি মনে করি, আমাদের নতুন একটি যাত্রা শুরু হলো। আমরা চাই নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমুখী হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!