গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম মন্ডল, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হকসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরা।
সভায় বক্তারা উপজেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে