AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে অস্ত্র, ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার



রূপগঞ্জে অস্ত্র, ফেনসিডিল ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের জলসিঁড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নূরুল আমিন ওরফে বাবু (৩০) এবং ইকবাল হোসেন (৩৯)। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনূর রশিদ জানান, “সেনাবাহিনীর একটি আভিযানিক দলের সঙ্গে অভিযানে গেলে জলসিঁড়ি এলাকায় দুই ব্যক্তি সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।”

তল্লাশি চালিয়ে নূরুল আমিন বাবুর কাছ থেকে একটি পেন গান, দুই রাউন্ড গুলি, দুটি চাপাতি, চার বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এসআই হারুনূর রশিদ আরও জানান, “আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে। তদন্ত চলমান রয়েছে। মামলার স্বার্থে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আরও জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!