জামালপুরের মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তপুর এলাকায়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, আব্দুল আজিজ (৬০) ইসলামি জলসায় অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী কাতলামারী এলাকার এবাদুল হক কেরু, বদিউজ্জামান চেনা মণ্ডল, মেরু মণ্ডলসহ ১০–১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ভুক্তভোগী পরিবারের স্বপন মিয়ার ক্লিনিক ব্যবসার জন্য রাখা ৫ লাখ টাকা, জমি ক্রয়ের ৬ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং একটি ল্যাপটপসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল লুট করেছে। এ সময় বাড়ির ভেতরে থাকা লোকজনকেও মারধর করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, “পূর্ব শত্রুতার জেরে তারা পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে এবং আমাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে।”
মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঁয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

