AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে পর্যটক দম্পতির ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগ



শ্রীমঙ্গলে পর্যটক দম্পতির ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘মঙ্গলালয়’ নামে একটি বাসায় জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতির ভিডিও ধারণ করে মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন তরুণের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে শহরতলীর মণিপুরি পাড়ায় অবস্থিত নাসরিন মুর্শিদ-এর বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে তানভীর আহমদ-এর নেতৃত্বে নাজমুল ইসলাম, মঈনুল ইসলাম, ইউসুবসহ কয়েকজন যুবক ওই বাসার একটি কক্ষে প্রবেশ করে পর্যটক দম্পতিকে ভিডিও ধারণ করে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং লাখ টাকার চাঁদা দাবি করে। চাঁদা দিতে অসম্মতি জানালে পর্যটক দম্পতিকে ছুরি-চাকুর মুখে জিম্মি করে ভিডিও ধারণ করা হয়। পরে দেশীয় অস্ত্রের ভয়ে নগদ ৪,৫০০ টাকা ও বিকাশে ১৯,৯৫০ টাকা আদায় করা হয়।

ঢাকা বনানী থেকে আসা পর্যটক দম্পতি জানান, “আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে এসে মণিপুরি এলাকার ‘মঙ্গলালয়’ বাড়িতে থাকি। স্থানীয় যুবকরা আমাদের রুমে জোরপূর্বক প্রবেশ করে ভিডিও ধারণ এবং পুলিশের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করে। ভয়ে আমরা নগদ ও বিকাশের মাধ্যমে চাঁদা দিয়েছি।”

এ ঘটনায় ‘মঙ্গলালয়’ বাড়ির কেয়ারটেকার মোঃ বুরহান উদ্দিন বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ১৪-১৫ জনকে অজ্ঞাত অভিযুক্ত হিসেবে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তরা মোবাইল কেড়ে নিয়ে পর্যটক দম্পতির ভিডিও ধারণ করেছে এবং চাঁদা দাবি করেছে। আমরা প্রশাসনের সাহায্য চাই, যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হবে। কেয়ারটেকার বুরহান উদ্দিনের লিখিত অভিযোগ আপাতত আমরা গ্রহণ করিনি, কারণ তিনি ঘটনাস্থলে ছিলেন না।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!