গোপালগঞ্জ জেলায় ছয় মাস পর ৩১ সদস্যবিশিষ্ট গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সভাপতি মণ্ডলীর সদস্য শাহ নুরুজ্জামান নতুন কমিটি প্রকাশ করেন।
নতুন কমিটিতে সুব্রত ভট্টাচার্যকে আহ্বায়ক ও বুলবুল মোল্লাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে তিনজন যুগ্ম আহ্বায়ক এবং ২৬ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
একই অনুষ্ঠানে শাহ মফিজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের (সদর ও কাশিয়ানী একাংশ) প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

