নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা নিজেই বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা, পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সদস্য সচিব মোঃ বদিরুল আলম এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, “আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। ৫৪ বছর আগে তিনি ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখেছিলেন। কিন্তু আজ অত্যন্ত দুঃখের বিষয় যে সেই যুদ্ধের অস্ত্র সন্ত্রাসীদের হাতে ব্যবহার হচ্ছে আমার স্বামীর বিরুদ্ধে। আমার স্বামী ৭৫ বছর বয়সী, চলাফেরায় অক্ষম একজন মানুষ।"
তিনি আরও বলেন, “আমাদের কোনো সন্তান নেই। এ দুর্বলতাকে সুযোগ করে নিয়ে স্বামীর চাচাত ভাইয়ের ছেলে, বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক, পারিবারিক কবরস্থানের ৫ শতাংশ জমির সীমানা প্রাচীর গত ১০ সেপ্টেম্বর ভেঙে ভিতরে প্রবেশ করেছেন। এরপর করবস্থানের গাছ কেটে বিক্রি করা হয়, যার মূল্য প্রায় ১,৪০,০০০ টাকা। আমরা ১১ সেপ্টেম্বর থানায় অভিযোগ দিই, কিন্তু গ্রেফতার না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে ১৫ সেপ্টেম্বর ওই ব্যক্তি আমাদের হয়রানি ও মামলা প্রত্যাহারের জন্য নরসিংদী কোর্টে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন।”
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার মামলা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়সংগত বিচার চেয়েছেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে