কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার ইমরান খান, সাবরেজিস্ট্রার হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় আলোচনা করা হয় মাদকের ভয়াবহতা ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যানজট নিরসন, গরু চুরি প্রতিরোধ, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা, সাংবাদিক নির্যাতনের নিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ নিশ্চিত করা, নির্বাচনের সময় সকল রাজনৈতিক নেতাকে হুমকি বা বাধা থেকে বিরত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগ গ্রহণ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে