AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা



চুয়াডাঙ্গায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের বোঝা সইতে না পেরে শামীমুর রহমান (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার ভোর আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শামীমুর রহমান চুয়াডাঙ্গা সদরের পৌরসভা পাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমুর রহমান বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঋণ শোধ করতে না পেরে রোববার ভোরে শোবার ঘরে গলায় ফাঁস দেন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করলেও কিছুক্ষণ পর তিনি মারা যান।

নিহতের স্ত্রীর ভাই মসলেম উদ্দিন জানান, শামীমুর রহমান বিয়ের পর থেকে দামুড়হুদায় বসবাস করতেন। আমরা তাদের জমি দিয়ে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলাম। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ কারণেই আত্মহত্যার চেষ্টা করেন। গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করার কিছু সময় পর তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

Link copied!